মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়ায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছেন পুলিশ।
আজ ২৪ এপ্রিল বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মেঘনা নদী থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশ।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে আমাদের কে
জানান, বুধবার বিকালে মেঘনা নদীর তীরের ওই স্থানে এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত পা ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবরে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে নদীর তীর থেকে হাঁটু পর্যন্ত কাঁটা একটি খণ্ডিত পা উদ্ধার করেন। তবে এই পা কার বলা কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।