মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন করা উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে-ভিটিকান্দি ইউপি সড়ক হতে পাঁচপুকুরিয়া জিসি সড়কে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন ও জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি সেলিমা আহমাদ মেরী জনসাধারণকে বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কা ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকির মুন্সি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অনেকে।