শ্রীনগর প্রতিনিধি,মোঃশিপু:-
শ্রীনগরে সিংপাড়া, তন্তর ও পাড়াগাঁও মৌজায় ৩ ফসলী অবৈধভাবে কৃষি জমি ভরাট করে আবাসন
প্রকল্প গড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কেসি রোডের (৯নং রোড) তন্তর এলাকার সুফিগঞ্জ সেতুর পাশে এই কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর খাল বিল জলাশয় পুনরুদ্ধার বাস্তবায়ন ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সভাপতি ও শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর খান, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও আড়িয়ল বিল সংরক্ষা কমিটির
সদস্য হাজী এসএমএ খালেকসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, গোল্ড সিটির পরিচালক মামুন খান ও আওয়ামী লীগ নেতা
লিয়াকত খান, মাটি ব্যবসায়ী খলিল, পলাশসহ সংশ্লিষ্ট ভূমি ব্যবসায়ীরা তন্তর ইউনিয়নের সিংপাড়া, তন্তর ও পাড়াগাঁও চকের ৩ ফসলী বিভিন্ন কৃষি জমি অবৈধভাবে ভরাট ও প্লট বাণিজ্য করছেন। এতে
একদিকে যেমন কৃষি জমির পরিমাণ কমতে শুরু করেছে। অপরদিকে এই অঞ্চলে কৃষিতে খাদ্য-শস্যের উৎপাদণ কমছে। বিধিনিষেধ অমান্য করে
সংশ্লিষ্ট ভূমি সিন্ডিকেট চক্রের সদস্যরা কৃষি জমি ও জলাশয় ভরাট বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে। অত্র এলাকার কৃষি জমি রক্ষায় স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।