দিন প্রতিদিন ডেস্ক:
এ প্রজন্মে তরুণ এক অচেনা মুখ। বিগত শৈশব সংগীত কে ঘিরে যার এক দশকের বেশি প্রায়। অভিনীত পরিজন তবু গানের প্রতি ছিলো শুনে তার দেখা আগ্রহ অনুপ্রেণীত হওয়াটা যেন এক নিজস্ব বৈশিষ্ট। শুরুটা যখন ছড়া – কবিতা লিখে তাহলে গান নয় কেন স্কুল জীবন থেকে। আর এমনটাই জানা গেছে গীতিকার, সুরকার ও গায়ক মোঃ আল শাহরিয়ার সম্পর্কে। প্রশ্নটা যেহেতু প্রায় একদশকের বেশি তাহলে এখনো মুখ পর্দার আড়ালে কেন। আর এসব নিয়েই তিনি ডেইলি সকালের সময় কে বলেছেন ২০১৮ সালে শুরু হওয়া তার একক অ্যালবাম “আবেগ ” এর গান তৈরির ধারাবাহিকতা। যেখানে পরবর্তী করোনোকালীন সময় কাজের অনেক ব্যাঘাত ঘটেছে। এখানে সোল্, ক্লাসিক, ব্লুজ, জ্যাজ, কান্ট্রি, ফোক, হিপ – হপ, এমনকি রক ধাঁচের আমেজ ও মিশ্রিত আছে। অ্যালবামটিতে মোট গানের সংখ্যা থাকছে ৬ টি। যেগুলোর সংগীত আয়োজন করেছে জনপ্রিয় ঈগল মিউজিক কোম্পানির কম্পোজার তানজিল হাসান। ইতিমধ্যে যে কয়টি গানের কাজ সম্পুর্ন তাদের নামের শীর্ষে শুকনো পাতা, ভালোবাসি, বৃথা দুঃখ এবং চলো হারায়। একই ভাবে বাকি কাজগুলো শাহরিয়ারের নিজস্ব কথা ও সুর অনুসরণ করছে। পরবর্তী“৪র্থ জেনারেশন” মিশ্র ও যৌথ অ্যালবাম সহ প্রকাশনার ব্যানারে গানগুলো মিউজিক ভিডিও আকারে আসতে ২০২৩ সাল নাগাদ ধারণা করা যায়। পরিচিতি নয় বরং প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করা কাজের প্রকৃত সার্থ্য বলে তিনি মনে করেন।