গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো র‍্যাফেল ড্র

IMG_20220601_200851_427-scaled.jpg
মোঃ ফরহাদুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হস্ত কুঠির শিল্প ও পণ্য মেলার নামে অবৈধ র‌্যাফেল ড্রয়ের লটারি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
কিন্তু পুনরায় এসব অবৈধ কর্মকাণ্ড চালালে মেলা বন্ধ করে দেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু গত ০২/০৬/২০২২ ইং তারিখে জাতীয় দৈনিক ভোরের সময়,দৈনিক আজকালের খবর,সাপ্তাহিক বার্তা বিচিত্রা, সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ জনপদ পত্রিকায় প্রকাশিত হলে লটারি নামে জুয়া বন্ধ করেন ।পরবর্তীতে  ০৩/০৬/২০২২ ইং তারিখ থেকে ০৪/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত লটারি বন্ধ থাকলেও মেলার মালিক জাহাঙ্গীর কিছু কুচক্র মহল এর সহযোগিতায় আবারো ০৫/০৬/২০২২ ইং তারিখ রোজ রবিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় অবৈধ র‍্যাফেল ড্র’র কার্যক্রম  শুরু করেন। ৫ই জুন রাতে প্রশাসনের অনুমতি ছাড়াই আবার লটারি শুরু করলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ- আল -মারুফ মহোদয়কে বিষয়টি (লটারি) টেলিফোনে জানানো হয়। টেলিফোনে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ- আল -মারুফের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মাহমুদ আল হাসান। তিনি (মাহমুদ আল হাসান) মেলা প্রাঙ্গণে গিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন  এবং ৯২টি লটারির ড্রাম জব্দ করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ।
এদিকে মেলায় উপজেলা প্রশাসন অভিযানের মাধ্যমে মেলায় চলমান অবৈধ র‌্যাফেল ড্রয়ের নামে লটারি (জুয়া)বন্ধের কথা শুনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
 জাহিদ নামে এক ব্যক্তি বলেন, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই দেড়িতে হলেও এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য। এসব কর্মকাণ্ড(লটারি জুয়া) চললে এলাকার উঠতি বয়সী ছেলেরা কয়দিনেই নষ্ট হয়ে যেত। এসব কর্মকাণ্ড(লটারি জুয়া) বন্ধ হওয়াতে আমরা খুব খুশি হয়েছি।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এমন একজন শিক্ষক বলেন, ক’দিন বাদেই স্কুলের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, এর মধ্যে রাত ভরে লটারির মাইকের শব্দে শিক্ষর্থীরা পড়াশোনা করতে পারছিলো না। এমনকি তারাও( এসএসসি পরীক্ষার্থীরা) এই লটারি নামে জুয়ায় আসক্ত হয়ে পড়ছিল। এই অভিযানের ফলে লটারি  মাইক বন্ধ হয়েছে। এখন শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলে জানান।সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ- আল -মারুফ মহোদয় এবং উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মাহমুদ আল হাসান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাহিদ নামে এক শিক্ষার্থী বলেন, এই অভিযানে আমরা খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাই ইউএনও স্যারকে।এই লটারি নামে জুয়া  এলাকার ছোট, ছোট ছেলেরা এবং শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়েছিল। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয় অর্থনৈতিক  দিক থেকেও এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও স্যারের নির্দেশে আজ মোঃ মাহমুদ আল হাসান স্যার এই লটারি নামে জুয়া বন্ধ করে যে মহত্ত্বের পরিচয় দিয়েছেন, এলাকাবাসী তা কখনো ভুলতে পারবে না। তবে প্রশাসনের কাছে অনুরোধ রইলো কদিন বাদে মেলার আয়োজকরা আবার এসব অবৈধ কর্মকাণ্ড যাতে চালু করতে না পারে।
এ ব‍্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ- আল -মারুফ বলেন, মেলার অনুমতি নিয়ে অবৈধ কর্মকাণ্ড (লটারি র‍্যাফেল ড্র) পরিচালনা করা হচ্ছিলো।অভিযোগ পেয়ে রবিবার ৫ই জুন রাত ১১ ঘটিকার সময় মেলায় অভিযান চালানো হয়েছে। অভিযানে লটারির র‍্যাফেল ড্রয়ের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান।
এর আগে গত ২৩ মে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা হস্ত কুঠির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শামীম হায়দার পাটোয়ারি ও আ.লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top