দোয়ারাবাজার সুনামগঞ্জ (প্রতিনিধি) :এস এম আবু বকর:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলা বাজার ইউনিয়ন দক্ষিণ কেম্পর ঘাট রাবার ডাম্পের সামনের মাটির রাস্তাটি এক টানা পাহাড়ি ডলে বৃষ্টির পানিতে মাটির রাস্তাটি ভেঙ্গে গিয়ে শতশত ঘর বাড়িতে পানির আক্রমণ করাতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ রবিবার বিকালে ক্ষতিগ্রস্ত ফ্যামিলির মাঝে
৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মিলন খঁন তিনি মেম্বার দের কে নিয়ে
ক্ষতিগ্রস্ত ফ্যামিলির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খাঁন বলেন,আমরা আমনাদের পাশ্বে আছি আপনাদেরকে সব সময় খেয়াল নজর রাকডে আমার মেম্বারদের কে বলেছি।এসময় উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ ও সকল পেশাজীবি লোক জন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে হলো-রফিকুল ইসলাম,সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম, তাওসিন আহমদ,আয়ূব আলী,আবু ছালেহ,আবুল কালাম,মুফাজ্জল হোসেন,বীরমুক্তিযোদ্বা দানেশ উদ্দিন ইদ্রিস আলী,রিদয়,নাজমুল,আশাদ,অলিউররহমান,কাজল,খুরশেদ আলী,শাহজাহান,মুফাজ্জল,আলতাফ আলী,বাবুল মিয়া,আঃ জলিল,সুজন মিয়া,নূরুল আমিন,রুহুল আমিন,সহ অনেকেই।