মোঃ ফিরোজ,বাউফল উপজেলা প্রতিনিধি:
বাউফলে মটোরসাইকেল দুর্ঘটনায় আহত মো. হারুন অর রশিদ সিকদার (৪৫) নামে এক যুবক মারা গেছে । আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হারুন উপজেলার ধানদী গ্রামের বাসিন্দা নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি)সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছত্তার সিকদারের ছেলে।
জানা গেছে,গত বুধবার দুপুরে পটুয়াখালী থেকে স্ত্রী শিল্পী কে নিয়ে হারুন ভাড়া মটোরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে শান্ত গ্রাম এলাকার মোক্তার আলী প্যাদার বাড়ির সামনে পৌঁছালে একটি অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে স্বামী ও স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরতর হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান।