মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
ডেস্ক রিপোর্ট:: দোয়ারাবাজারে খানকায়ে সুরেশ্বরী চৌধুরীপাড়ার নেতৃবৃন্দের সঙ্গে ছাতক-দোয়ারাবাজার আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সালেহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে খানকার সাপ্তাহিক মাহফিল পরবর্তী এক মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী আবু সালেহ বলেন, আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের মানুষের কাংখিত উন্নয়নে কাজ করে যাবো। সকল তরিকা, দলমত নির্বিশেষে একতারা প্রতীকে সকলের সমর্থন, দোয়া ও ভোট চাই। মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সুরেশ্বরী খানকা চৌধুরীপাড়ার খাদেম পীর কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির উপজেলা সভাপতি ও মাইজভান্ডার খলিফা বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, উকিল মিয়া, মাদবর আলী, এমদাদুল হক, সুরুজ মিয়া, ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন, আব্দুল কাইয়ুম প্রমুখ। এদিকে শুক্রবার বিকেলে সংসদ সদস্য পদপ্রার্থী আবু সালেহ উপজেলার বাংলাবাজারে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীসহ তার ভোটার সমর্থকরা উপস্থিত ছিলেন।