মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে নৌ পরিবহনের নিষেধ অমান্য করে রাতে নদীতে বাল্কহেড চলাচল করায় সুকানি-গ্রিজার সহ৩ টি বাল্কহেড আটক করেছে নৌ-পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানের নেতৃত্বে গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি অভিযানে আলাদা আলাদা ভাবে এমভি আব্দুল্লা এন্ড আলবিদা, এমভি রুপগঞ্জ ও এমবি রহিম রায়হান নামের ৩টি বাল্কহেড, ৩ জন সুকানি ও ৩ জন গ্রিজারকে আটক করা হয়।
আটকের পর মুন্সীগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তর কতৃক সন্ধ্যা থেকে রাত্রীকালীন সময়ে বাল্কহেড চলাচল নিষেধ। এর তদারকী করতে নৌ-পুলিশের কর্তব্যরত সদস্যরা সন্ধ্যা আনুমানিক ৬ টা থেকে ধলেশ্বরী নদীতে টহল দিচ্ছিলেন। রাতের বিভিন্ন সময় ফতুল্লা থেকে ছেড়ে আসা গজারিয়ার দিকে যাওয়ার সময় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা দিয়ে অতিরিক্ত গতিতে চালিয়ে যাওয়ার সময় তাদের সিগন্যাল দিলে তারা সিগন্যাল অমান্য করে সামনে আগাতে থাকে।
পরে নৌ-পুলিশের কর্তব্যরত সদস্যরা ফোর্স নিয়ে বাল্কহেড, সুকানি ও গ্রিজারকে আটক করে। আটকের পর তারা সিগন্যাল অমান্যের বিষয়টি স্বীকার করে। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িতে বাল্কহেডগুলো জব্দ করে আসামীদের মুন্সীগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রতিবছর নৌ পরিবহন অধিদপ্তরের এই নিষেধ অমান্য করে রাতে বাল্কহেড চলাচল করায় বিভিন্ন সময় লঞ্চ দূর্ঘটনা ও প্রানহানির মতো ঘটনা ঘটেছ।