ঢাকা, ৬ জুন ২০২২: সম্প্রতি সীতাকুণ্ডে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ব্যবহৃত তিনটি জরুরি নম্বর টোল ফ্রি ঘোষণা করেছে বাংলালিংক। জরুরি রক্ত সংগ্রহের জন্য যেকোনো বাংলালিংক নম্বর থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি-এর দুইটি নম্বর (০১৭৮৮৫০৩৯৩৯, ০১৮১৫৩৩২৩১৬) এবং চট্টগ্রাম ডিসি অফিসের নম্বরে (০১৮৮২৭১১৫৬১) টোল ফ্রি কল করা যাবে। গতকাল রাত থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা ৭২ ঘন্টা অবধি চালু থাকবে।
বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “সীতাকুণ্ডের অগ্নি দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে দুর্যোগ কিংবা দুর্ঘটনায় দেশের মানুষের পাশে থাকতে চায় বাংলালিংক। আমরা জানি, যেকোনো দুর্যোগের সময় টেলিফোন সেবা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বাংলালিংক গ্রাহকদের জন্য নম্বরগুলি টোল ফ্রি করার মাধ্যমে আমরা নিরবচ্ছিন্নভাবে জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই।”