অনলাইন ডেস্ক :-
বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী, দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উজানের পানি ও ভারী বর্ষণে পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রিজও তলিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, তীব্র পানির চাপে মুছাপুর ক্লোজার শেষ। আমরা অসহায় হয়ে পড়েছি। জোয়ার হলে এখন কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।
তারা জানান, মুছাপুর রেগুলেটরের আসেপাশে অবৈধভাবে বালুমহাল গড়ে অবৈধ ব্যবসা করেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মুছাপুর রেগুলেটর হুমকির সম্মুখীন হয়েছে।
কোম্পানীগঞ্জের ইউএনও মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, মুছাপুর রেগুলেটরটি পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগণ কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।