বিনোদন ডেস্ক :
ঘরে স্ত্রী ক্যাটরিনা কাইফ নাকি বেশ শাসনে রাখেন, এ কথা নিজের মুখে স্বীকার করেছেন ভিকি কৌশল। এবার বক্স অফিসেও লড়াইয়ে মুখোমুখি তারা।
বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাতপাক ঘোরেন তারা।
ক্যাটের সঙ্গে পেশাগত জীবন নিয়ে খোলামেলাভাবেই আলোচনা করেন ভিকি। তার কাছে পরামর্শ নেন ভিকি, ক্যাটও ভুল ধরিয়ে দেন তার। মাঝেমধ্যে তো ক্যাটের ভয়ে বাড়িতে কাঁটা হয়ে থাকেন ভিকি! এমন স্বীকারোক্তি ভিকির নিজেরই। চলতি বছরে বক্স অফিসে ক্যাটের মুখোমুখি হতে চলেছেন ভিকি। আগে থেকেই কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভিকি?
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সালমান খান ও ক্যাটরিনার ছবি ‘টাইগার ৩’। তার পরে বছরের শেষের দিকে মুক্তি পাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’। সেই ছবিতে বিজয় সেতুপতি, রাধিকা আপ্তের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা।