আফিফা নৌশিন:
ঢাকায় জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল থেকেই দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে পত্রিকার বার্তা বানিজ্যিক কার্যালয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অত্র পত্রিকার বার্তা বানিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠানে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব মোঃ হারুন অর রশীদ ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা, চীফ রিপোর্টার সহ অন্যান্য রিপোর্টাররা।
এসময় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। সেই সাথে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।