মতিউর রহমান তালুকদার:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনে একটিতে জাতীয় পার্টি ও ৩ টিতে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়েছে।
আজ সোমবার ( ৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম আনুষ্ঠিনভাবে জেলার চারটি আসনের নির্বাচনের ভোট গ্রহনের ফলাফল ঘোষনা করেন।
জেলা রিটানিং অফিসারের ঘোষনা মোতাবেক ফলাফলে জানাগেছে, পটুয়াখালী -১( সদর- মির্জাগঞ্জ- দুমকি) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল মার্কায় ৮০,৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন তালুকদার ডাব মার্কা পেয়েছেন ২৭, ৮৯২ ভোট। পটুয়াখালী-২( বাউফল) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ. স. ম ফিরোজ নৌকা মার্কা ১,২৪,২৯২ ভোট পেয়ে ৮ম বার বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী মো. মহসীন হাওলাদার লাঙ্গল মার্কা পেয়েছেন মাত্র ২,৯৫১ ভোট। পটুয়াখালী-৩( গলাচিপা- দশমিনা ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম শাহজাদা নৌকা মার্কা ৮৯,১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মো. আবুল হোসেন ঈগল মার্কা পেয়েছেন ৪৮,৫০৮ ভোট। পটুয়াখালী-৪( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মুহিব নৌকা মার্কা ৬০,৮৫৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার ঈগল মার্কা পেয়েছেন ৪৮, ৫৭৬ ভোট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, বিজিবি’র লেঃ কর্নেল মিজানুর রহমান, সুবেদার মো. শাহাদাতসহ প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাব জেলা রিটানিং অফিসার জানান পটুয়াখালীতে গড়ে ৩৫.৮৫ পার্সেন্ট ভোটার ভোট প্রদান করেছেন। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোটকেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বললেন রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম।