রিপোর্টার,মোঃ আল-আমিন:-
বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার এসআই, আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইউনুছ আলী টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, এসআই ইউনুছ আলী একজন সৎ, দক্ষ, পরোপকারী ও নামাজি ছিলেন, তিনি আশুলিয়া থানায় কর্মরত থাকা অবস্থায় সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাই তার মৃত্যুতে আশুলিয়া থানা পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই গর্বিত পুলিশ সদস্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন, সবাই এই নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
শনিবার (৯ মার্চ ২০২৪ইং) দুপুরে টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন গুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত ছিলেন, ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে, এর আগে আশুলিয়া থানা থেকে কেরানীগঞ্জ থানায় বদলি হোন। দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাইওয়ে পুলিশ জানায়।