মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা
আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গোলশুন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে মুন্সীগঞ্জ সদর থানাকে ৫-৬ গোলে পরাজিত করে সিরাজদিখান থানা জয়ী হয়েছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর বিকালে জেলার মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার গ্রীন ওয়েলফেয়ার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন পিপিএম, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি সদর সার্কেল খায়রুল হাসান পিপিএম, এএসপি সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, সদর থানা ওসি তারিকুজ্জামান, সিরাজদিখান থানা ওসি একেএম মিজানুল হক, টঙ্গীবাড়ি থানা ওসি মোঃ রাজিব খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।