জাকিরুল ইসলাম, রিপোর্টার ঢাকা:
সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, সাদাছড়ি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, সাদাছড়ি ও শীতবস্ত্র বিতরন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
এসময় ২০ টি সেলাই মেশিন, ২০টি হুইল চেয়ার ৩০টি সাদাছড়ি ও প্রায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর,টি,ভি অনুষ্ঠানের হাত বাড়িয়ে দিলাম মানবিক সংগঠনের পরিচালক সৈয়দা মনিরা ইসলাম,তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য, ফিরোজ কাজল, মিন্টু আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন ।