জাকিরুল ইসলাম, রিপোর্টার ঢাকাঃ
আজ তৃণমূলের সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ০৬ ঘটিকায়, হযরতপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখা কমিটির আহবায়ক, গাজী আতাউর রহমান আতিক ও সদস্য সচিব আলতাফ হোসেন অমি, অপরাধ অনুসন্ধানের প্রতিনিধি মো. আতিকুজ্জামান পিন্টু, এবং কার্যকরী সকল সদস্যদের উপস্থিতিতে উক্ত সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা জেলার সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার (বার্তা সম্পাদক) মোঃ হাসান আলী।
আরোও উপস্থিত ছিলেন, দৈনিক রুদ্রবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: তাজিমুদ্দিন তজু, দৈনিক সকলের বার্তা প্রতিনিধি মো. রেজাউল করিম রাজু, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি জাকিরুল ইসলাম জাকির , এশিয়ান টেলিভিশনের ও দৈনিক নাগরিক ভাবনা পএিকার প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম অনিক, দৈনিক আমাদের নতুন সময় স্টাফ রিপোর্টার মো.মাসুদ হাসান , ভোক্তা সমাচারের প্রতিনিধি মো: রনি, ভোক্তা টিভি চ্যানেল এর প্রতিনিধি মো: রানা আহমেদ, মো. মারুফ বিল্লাহ, রাকিব হোসেন, আলামিন, উজ্জ্বল হোসেন ও দৈনিক দিগন্তের আলো এর সম্পাদক ও প্রকাশক শাহাদাত হোসেন মিল্টন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার কমিটি আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।