হবিগঞ্জ মাধবপুর আদাঐরে শ্রী শ্রী তারকব্রক্ষ ৫২তম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত।

Messenger_creation_478608531904683.jpeg

স্টাফ রিপোর্টার:-

বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় হবিগঞ্জের মাধবপুর আদাঐর ইউনিয়নের ,আদাঐর গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউর মন্দিরে শ্রী শ্রী তারকব্রক্ষ ৫২তম বার্ষিকী মহোৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত মন্দির টি প্রতিষ্টিত হয় ১২১৮বাংলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউর মন্দিরে শ্রীগুরু চৈতন্য সংঘের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্মমী উদ্যোগে ২৪ প্রহর ব্যাপি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

উক্ত ধর্মানুষ্ঠানে সনাতন ধর্মালম্বী সকল বয়সের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্তবৃন্দের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে মন্দির প্রাঙ্গণ।

অনুষ্ঠান বিষয়ে জানতে চাইলে,আয়োজক কমিটির প্রচার সম্পাদক অমর চন্দ্র গোপ মৈশান জানান, কলিযুগে জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবানের অনন্ত প্রেমের অভিপ্রাপ্ত আকুল বাসনায় প্রতিবছরের ন্যায় এবারও
শ্রী শ্রী তারকব্রক্ষ ৫২তম বার্ষিকী মহোউৎসব অনুষ্ঠিত হচ্ছে।২৪প্রহর ব্যাপী উপলক্ষে মাধবপুর প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা।
আজকে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার মাইটিভি প্রতিনিধি রাজিব দেব রায় রাজু,আদাঐর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল আমিন ইসলাম,আদাঐর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনুজ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল খান,রাসেল আহমেদ সহ আরো অনেকে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top