মোঃ সোহেল রানা:-
ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে পৃথক দুটি অভিযানে ৬৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫ বোতল ফেনসিডিল সহ ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশিক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২৪ তারিখ বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিম্নোক্ত ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ৷ গ্রেফতারকৃত আসামী
মোঃ তানভির হোসেন সিফাত (২৮), জেলা-ঢাকা।*
এছাড়াও অদ্য ৩০ মে ২০২৪ তারিখ ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ফেনসিডিলসহ নিম্নোক্ত ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃত আসামীরা হলেন,
মোঃ ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), জেলা-গাজীপুর।*
মোঃ সুন্নত আলী (৩৯), জেলা-কুষ্টিয়া।*ও
মোঃ রাব্বি হাসান রাতুল (২০), জেলা-গাজীপুর।*
র্যাব-৪ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামী রাবি হাসান রাতুল এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।