ফরিদ চিশতি:
বুধবার (২৯-০৫-২০২৪ইং) বেলা দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় । সেখানে নির্বাচিত সাংবাদিকদের হাতে পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব.মোহাম্মদ আলী আরাফাত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কেরামত আলী এমপি সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোঃ হুমায়ুন কবীর খন্দকার সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক । অনুষ্ঠানের ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় (বর্তমান সাংবাদিকদের ডাটাবেসের কাজ চলছে সারা বাংলাদেশে এবং অপসংবাদিক থেকে মুক্তি পাবে এই ডাটাবেছে) স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রেস কাউন্সিলের সচিব মহোদয়ের এ কথা জানান। প্রধান অতিথি বলেন সাংবাদিক মানুষের জান মাল নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে কাজ করে থাকে, মানুষের কথা দেশের কথা ও জাতির কল্যাণের কথা সাংবাদিকদের কলমে ও ক্যামেরায় তুলে ধরা হয়।জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রমের মাধ্যমে উন্নয়ন করে যাচ্ছে বাংলাদেশের। সাংবাদিকদের মাধ্যমে দেশের উন্নয়ন কাজের ধারাবাহিকতা তুলে ধরতে হবে, সঠিক খবর করার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার সচিব বলেন সাংবাদিকদের কল্যাণ টার্স আছে। সাংবাদিকদের নানান সুযোগ সুবিধার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা অলরেডি সাংবাদিকদের জন্য কাজ শুরু করেছি, সাংবাদিকদের ৫ খন্ড বিভক্ত করা হবে। সম্পাদক, প্রবীণ সাংবাদিক, নিউজ সাংবাদিক, চ্যানেল সাংবাদিক, সহকারি সাংবাদিক, ফটো সেকশন সাংবাদিক এসব ক্যাটাগরীতে নিম্নে যাদের অভিজ্ঞতা আছে পাঁচ থেকে দশ বছর তাদের শিক্ষাগত যোগ্যতা কিছুটা শীধলি করে ডাটাবেস এর কাজ চলছে। বর্তমানে যারা সাংবাদিকতার পেশায় আসতে চায় এবং আসতেছে তাদের ডিগ্রী পাস হতে হবে। এমতাবস্থায় সাংবাদিকদের ডাটাবেসের কাজ চলছে বলে জানান বিশেষ অতিথি জনাব কাজী কেরামত আলী সাহেব।তিনি বলেন বিভিন্ন সাংবাদিকের সংগঠনের নেতৃবৃন্দদের এক হয়ে কাজ করার জন্য দলবদ্ধ থাকতে পারে। কিন্তু সংগঠনের ফাটল বন্ধ করে প্রেস কাউন্সিল অনুসরণ করে সাংবাদিকদের প্রকাশের জন্য আহ্বান করেন ।
সভার সভাপতিত্ব করেন বিচারপতি নিজামুল হক, চেয়ারম্যান- বাংলাদেশ প্রেস কাউন্সিল।তিনি আরও বলেন আমি সাংবাদিকদের সাথে বহুবার আলোচনায় বসেছি, সম্পাদকদের সাথে একাধিকবার বসেছি, সংবাদ প্রকাশ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ডাটাবেসের কাজও শুরু করেছি, বিভিন্ন দুস্থ সাংবাদিকদের সহায়তার হাত বাড়িয়ে সরকারের উন্নয়নের পাশাপাশি কাজ করে যাচ্ছি। আগামীতে আমি আরও কাজ করব। আপনারা সকল সংগঠনের ভেদাভেদ ভুলে সঠিক পথে সাংবাদিকতা করুন। আজকে যারা বিজয় হয়েছে যাদেরকে পদক দেওয়া হচ্ছে তারা প্রত্যেকজনেই সাংবাদিকতায় দক্ষতা অর্জন করায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।এর পরই উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।