পেকুয়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Messenger_creation_1330844081664357.jpeg

ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নাজেম উদ্দীন প্রকাশ গুরামিয়া (২৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা থেকে ইউপি সদস্য শাহেদুল ইসলামের নাম প্রত্যাহার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় ষ্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ঢাবি ছাত্র জালাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম,আরিফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে পেকুয়ায় চোর সন্দেহে শত শত মানুষের গণপিটুনিতে নাজেম উদ্দীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউপি সদস্য সাহেদুল ইসলামকে  আসামি করা হয়েছে। এ ঘটনায় কোন ভাবেই ইউপি সদস্য সাহেদ জড়িত নয়। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদসহ সকল নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে হয়রানি থেকে বাদ দিতেও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।

মানববন্ধনে স্থানীয় জালাল উদ্দীন বলেন, ইউপি সদস্য শাহেদুল ইসলাম জনগণের বিপদআপদে সবসময় পাশে থাকার চেষ্টা করে। এলাকায় সবসময় সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকে। ঘটনার দিন ইউপি সদস্য শাহেদ তাঁর ব্যক্তিগত কাজে এলাকার বাইরে ছিল। কিন্তু একটু কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এ মিথ্যা মামলার আসামি করা হয়েছে। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদকে অব্যহত দেওয়ার জোর দাবি জানাই। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। 

এ মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top