কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাবেক এসআই ইসমাইল আর নেই

received_1054287432600838.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাবেক এসআই ও সিলেট মধ্যনগর থানায় কর্মরত এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উক্ত বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জানান যে, গত ১২/০৯/২০২৩ খ্রিঃ এবং আগামী ১৪/০৯/২০২৩ খ্রিঃ তারিখে হবিগঞ্জ সাক্ষী প্রদানের জন্য গত ১১/০৯/২০২৩ খ্রিঃ তারিখে অপরাহ্নে মধ্যনগর থানা হইতে প্রস্থান গ্রহন করেন। পরবর্তীতে গত ১২/০৯/২০২৩ খ্রিঃ তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তাহার হার্ট ডিজিস (হৃদরোগ) এর চিকিৎসার জন্য রাতে ঢাকা গমন করেন। অদ্য ১৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সকালে তাহার স্ত্রী সহ ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তখন তাহার স্ত্রী ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার বেলা অনুমান ১২ঃ৪৫ ঘটিকার সময় তাহাকে মৃত ঘোষনা করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজীউন”। এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার মৃত্যুর বিষয়ে মধ্যনগর থানা পুলিশ গভীরভাবে শোকাহত এবং তাহার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।তিনি মধ্যনগর থানায় গত ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখে যোগদান করেন। তাহার পিতার নাম মোঃ সিদ্দিকুর রহমান, স্থায়ী ঠিকানা, সাং-কমলাবাড়ি, পোঃ-কালিবাড়ি, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা। পরিবার সূত্রে জানা যায় তিনি ০৪ কন্যা সন্তানের জনক। তাহার পরিবার কুমিল্লা শহরে বসবাস করেন।তিনি গত ০৯/০৫/২০০০খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীতে পদন্নোতি সূত্রে এএসআই, এসআই হয়ে তিনি তাহার উপর দায়িত্ব ও কর্তব্য সততা নিষ্ঠার সাথে পালন করিয়া আসিয়াছেন। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৪৩ বৎসর।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top