স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে শুরু হয়েছে, কৃষি জমিন ধংসের উৎসব, অবৈধ ট্রাক্টর এবং হাইড্রোলিক ধংস করছে সড়ক এৰং কৃষি জমিন।
দেখার জন্য নিদৃষ্ট লোক থাকলেও কেউ দেখেনা। দেশে আইন আছে কৃষি জমির মাটি কাটা যাবে না। কিন্তু অবাদে শুরু হয়েছে লক্ষ্মীপুরের কৃষি জমির মাটি কাটার মহা উৎসব।
আর কৃষি জমির এই মাটিগুলো বহন করার জন্য ব্যবহৃত হচ্ছে যে গাড়িগুলি সেগুলো দিচ্ছে আরেক ব্যাপক যন্ত্রণা। ধ্বংস করে দিচ্ছে সরকারের কোটি কোটি টাকার সড়কগুলো, প্রতিবছর সরকার গ্রামে হাজার হাজার কোটি টাকা ব্যায় করে পাকা রাস্তা,নির্মাণ করেন । আর এগুলো বছর যেতে না যেতেই ধ্বংস করে এই মাটি বহনকারী গাড়িগুলো ।
গ্রামের কেউ কিছু বলতেই পারে না যারা এই মাটির ব্যাবসায়ের সাথে জড়িত তারাও হয়ে থাকে বেশিরভাগই প্রভাবশালী।
এদের বিরুদ্ধে ভয়ে মানুষ কথা বলে না।
প্রতিদিন রাস্তায় বাহির হলে দেখা যাবে পুরো লক্ষ্মীপুরে এই ফসলী জমিন গুলোকে ধ্বংস করা হচ্ছে।
আর অবৈধভাবে অবাধে গ্রামের সড়ক গুলোতে চলছে এই মাটি বহন কারি গাড়ি গুলো।
এই গাড়ি গুলোর কারনে হাজার হাজার কিলোমিটার পাকা, কাঁচা রাস্ত গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার কারনে বর্ষা মৌসুমে মানুষ এৰং যানবাহন চলাচল করতে পারে না ।
এখনই যদি এদের বিরুদ্বে ব্যাবস্থা গ্রহন না করা হয়, তা হলে অচিরেই হারিয়ে যাবে লক্ষ্মীপুরের হাজার হাজার হেক্টর কৃষি জমিন । নষ্ট হবে হাজার হাজার কিলোমিটার কাচাঁ, পাকা সড়ক ।