মোঃ রাসেল, লক্ষীপুর, চন্দ্রগঞ্জ প্রতিনিধি:
৩০ শে সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময়।
লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ থানা মান্দারী ইউনিয়ন। গন্ধব্যপুর লারী সমাজ। বাস্শা মিয়ার
বাড়ি, ভুক্তভোগী আব্দুর রহমান (৬০)সাংবাদিক দের জানায়। অনেক বছর ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক, ভাবে দখল করে আসছে। পরে আমরা কোর্টে মামলা করি, মামলার রায় আমাদের পক্ষে আসে। পরে আমি আমার জমি
দখলে যায়। আমি ওই খানে জংলা চাপ করি।ঘাতক সুমন, লোহার পাইপ দিয়ে, মাথায় মুখে পিঠে আঘাত করে। এতে আমার দুইটা দাঁত ভেঙ্গে যায়।ও মাথা ফেটে যায়। আমার সাথে আরো ৫ জন আহত হয়।তার মধ্যে আমার ভাতিজি, চার মাসের পেগনেট। তাকে লাথি মারে ও মারধর করে। ওর ৪ মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। ওরা ১৫-২০ জনের একটা দল আসে। তার মধ্যে আমি তিন জনকে চিনি। সুমন (৩০)আবুল কালাম (৪০)আবুল বাশার ২৫ এরা আমার পাশের বাড়ির ভাই সম্পর্কিত হয়। আমি প্রশাসনের নিকট, এই হামলা কারীদের বিচার চাই। আমরা এখনো লক্ষীপুর, সদর হসপিটালে ভর্তি আছি।