বিশ্বকাপ অনিশ্চিত শামির মোহাম্মদ শামি

XRecorder_Edited_27022024_164320-scaled.jpg

নিজস্ব প্রতিবেদন:
অনেক দিন ধরে মোহাম্মদ শামির চোট নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে নীরবতা ভেঙে শামি নিজেই গোড়ালিতে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন, গোড়ালিতে অস্ত্রোপচারের পর এখন তিনি দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায়।

অস্ত্রোপচারের টেবিলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।’
অস্ত্রোপচারের পর তাঁর আইপিএলে খেলতে না পারা একরকম নিশ্চিতই।

শঙ্কা আছে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অবশ্য দলের বাইরে শামি। তবে শামির চোট বড় ধাক্কা আইপিএলে তাঁর দল গুজরাট টাইটানসের জন্য। গত মৌসুমে দলটির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছিলেন শামি।
যদিও ফাইনালে চেন্নাই সুপার কিংসের হেরে গিয়েছিল গুজরাট।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top