স্টাফ রিপোর্টার :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার ওপর
নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি আখ্যা দিয়ে শেখ হাসিনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।
প্রতিবাদী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাঈন
উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা
সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মো.
হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরীসহ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা হাছিবুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ দোয়ার আয়োজন হয়েছে।
ওইদিন বিকেলে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। সেই বিক্ষোভ মিছিলে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের উদ্দেশ্য বক্তব্য রাখার কথা রয়েছে।