জি এম শরীফ,বিশেষ প্রতিবেদক:
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বহিষ্কৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রামপুরা থানায় জানুয়ারি মাসে ১১ তারিখ বৃহস্পতিবার করা একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা যায়,
অর্থ আত্মসাতের মামলায় রাশেদ বিন আমান গত ৫ মার্চ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।