বাংলাদেশ প্রথমবার ডব্লিউএফপির নির্বাহী পর্ষদের সভাপতি

wphhhh-1-3-22-dp.jpg

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ প্রথমবার ডব্লিউএফপির নির্বাহী পর্ষদের সভাপতি। প্রথমবার জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৬ সদস্যের ডব্লিউএফপির নির্বাহী পর্ষদের সভাপতি হিসেবে সোমবার সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এই পর্ষদের সভাপতি হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তিনি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এখন নির্বাহী পর্ষদে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান মহামারী পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বাড়ানোর সুযোগ পাবে।

দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “বিশ্বের সংঘাতময় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তার প্রশ্নে এই সংস্থাকে যথাযথ ভূমিকায় উজ্জীবিত রাখতে প্রতিটি সদস্যের আন্তরিক সহায়তার বিকল্প নেই। সে প্রত্যাশা নিয়েই আমি দায়িত্ব চালিয়ে নেব।”

সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত আহসান ঝুঁকির মুখে থাকা বিশ্বের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সংকট মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পর্ষদের সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top