এম এ হাশেম,নোয়াখালী প্রতিনিধি :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে’ শফিকুল ইসলাম নামে এক বখাটে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী মঙ্গলবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী চাটখিল পৌর শহরের ৬নং ওয়ার্ডের মৃত. আবুল কালামের মেয়ে। পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার দরবেশপুর কালার বাড়ির শফিকুল ইসলামের সাথে ২০০৪ সালে ঐ নারীর বিয়ে হয়। তখন শফিকুল ইসলাম তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে ব্যবসা করার কথা বলে শশুর বাড়ি থেকে ২ লাখ টাকা নেয়। পরবর্তীতে ঐ টাকা দিয়ে শফিকুল ব্যবসা না করে মাদক সেবন ও পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। সংসার জীবনে অশান্তি নেমে আসে। ঐ টাকা শেষ হয়ে গেলে শফিকুল আবারো স্ত্রীকে ৪ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। পিতৃহীন ঐ নারী টাকা দিতে অক্ষম বলে জানালে শফিকুল তার স্ত্রীর উপর নির্যাতন ও অত্যাচার চালাতে শুরু করেন।
পরবর্তীতে ঐ নারী সংসার’ চালাতে পেটের তাগিদে চাটখিল চক্ষু হাসপাতালে চাকুরী শুরু করেন। চাকুরির বেতনও শফিকুল জোরপূর্বক স্ত্রী থেকে নিয়ে যায়। সংসার খরচও দুই সন্তানের খরচ চালাতে স্ত্রী তার বেতনের টাকা রাখতে চাইলে শফিকুল তার স্ত্রীকে বেদম মারধর করে। এরই’ ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে শফিকুল তার শশুর বাড়ি চাটখিল পৌর শহরে এসে স্ত্রীর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। শফিকুলের দাবি মোতাবেক ৪ লাখ টাকা দিতে না পারায় স্ত্রীকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। স্ত্রী ও সন্তানদের শৌরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শফিকুলের হাত থেকে ঐ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ভুক্তভোগী ঐ নারী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, তার উপর নির্যাতন ও হামলার সময় শফিকুল তার গলা থেকে স্বর্ণের চেইন চিনিয়ে নিয়ে যায়। এবং ৪লাখ টাকা না দিলে তালাক ও খুন জখমের হুমকি প্রদান করে। তিনি তার ও সন্তানদের নিরাপত্তা চেয়ে সুষ্ঠ বিচার দাবি করেছেন।চাটখিল থানার ডিউটি অফিসার আমজাদ হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।