দিন প্রতিদিন ডেস্ক :
আমি মো. আরব আলী পিং মৃত্যু ইশাদ আলী সাং ছনো গাঁও ইউপি বাংলাবাজার উপজেলা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ। সম্প্রতি একটি পত্রিকায় ‘দোয়ারাবাজার সীমান্তে চোরাকারবার ‘ নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। এই সংবাদে নাম উল্লেখ করে চোরাকারবারের সঙ্গে আমাকে জড়িয়ে দেওয়া হয়। যা প্রকৃতপক্ষে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট।
আমি নির্বাচিত বাংলাবাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি পালন করছি পাশাপাশি দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসাবে এবং বিভিন্ন সমাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছি।পাশাপাশি আমার একটি ট্রাক রয়েছে সেই ট্রাক দিয়ে বাংলাবাজার ব্যাবসায়ীদের বিভিন্ন মালামাল আনা নেওয়া করি আমাকে এলাকার সকলেই ট্রাক মালিক হিসেবে চিনেন।কখনোই সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলাম না। অথচ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদে আমার নাম জড়ানো হয়েছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে ওই সংবাদে আমার নাম জড়িয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই