২০ ঘণ্টা পর সাগরে ভেসে সাত জেলে উদ্ধার

Screenshot_20230913_175753.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

অমাবস্যার প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ২০ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার করা হলো সাত জেলেকে। মঙ্গলবার গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস থেকে ইলিশ মাছ শিকারের উদ্দেশে ছেড়ে যান রাসেল মাঝিসহ সাত জেলে। বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছে গেলেই তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এক পর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে নিখোঁজ জেলেরা মোবাইলের নেটওয়ার্ক পেলে বেঁচে আছেন এবং তাদের উদ্ধারের জন্য আকুতি করেন পরিবারের সদস্যদের কাছে। জেলেদের সাথে ইলিশ শিকার দেখতে যাওয়া কৃষক ইমরান ও ট্রলি ড্রাইভার জামাল ও জেলে নাইম মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানান তারা।এদিকে ভেসে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য স্থানীয়ভাবে দুটি ট্রলার সাগরে রওনা দেয়। এর আগেই বঙ্গোপসাগরের অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করেছে বলে জানান রাসেল মাঝি।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি অবহিত করা হলে তারা সংশ্লিষ্ট উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন―এমনটাই জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসর মো. মহিউদ্দিন আল হেলাল।এলাকাবাসী ও জেলেদের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের জেলে জলিল মাঝির ছেলে রাসেল মাঝি গত সোমবার দিবাগত রাতে ইলিশ মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান। তাদের সাথে ইলিশ মাছ শিকার দেখতে একই এলাকার ট্রলি ড্রাইভার জামাল ও কৃষক ইমরানও রওনা দেন। সাগরে গেলে মঙ্গলবার দিবাগত রাতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।এর পর থেকে অমাবস্যার প্রভাবে সাগরের উত্তাল ঢেউ মাছ ধরার ট্রলারটি গভীর সমুদ্রের দিকে নিয়ে যায়। ট্রলারের মালিক রাসেল মাঝি একসময় পরিবারের সাথে যোগাযোগ করে তাদের বিপদের কথা জানান। এরপর বুধবার সকাল থেকে বিভিন্নভাবে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।
মোবাইল ফোনে ট্রলার মাঝি রাসেল বলেন, ‘অনেক চেষ্টার পর একটি ফিশিং বোট আমাদের উদ্ধারের জন্য কাছে আসে। তারা এখন আমাদের নিয়ে (কূলে) তীরের দিকে যাচ্ছে।আমাদের ট্রলারের জামাল, ইমরান ও নাইম মারাত্মক অসুস্থ। বাকিরা মোটামুটি ভালো আছে। কূলে ফিরে বিস্তারিত জানাব।’এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘সাতজন জেলেসহ একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভেসে যাওয়ার খবর শোনার পরই আমি সংশ্লিষ্টদের উদ্ধার তৎপরতা শুরু করার জন্য অনুরোধ জানিয়েছি। এ ছাড়া স্থানীয়দের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম। জেলেরা সবাই বেঁচে আছেন। ট্রলারসহ তারা তীরের দিকে ফিরছেন বলে জানতে পেরেছি। সবাই ফিরে এলে বিস্তারিত জানাতে পারব।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top