received_1057517298300536.jpeg

মোঃ জহিরুল ইসলাম(পাশা)ঃ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর আজ সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত পরিক্ষা নেয়া হবে ১ ঘণ্টা ৪০ মিনিটে, তিন ঘন্টার পরিবর্তে এবার পরিক্ষা দুই ঘন্টা হওয়ায়, যানযটের কথা বিবেচনা করে সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় পরিক্ষা শুরু হয়েছে।
সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে এসএসসি, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় তিতাস উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মাছিমপুর আর আর ইনস্টিটিউশন কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৪১৭ জন,উপস্থিত ৪১১ জন, অনুপস্থিত ৬ জন।বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র মোট পরিক্ষার্থী ৬৮৬ জন,উপস্থিত ৬৭২ জন, অনুপস্থিত ১৪ জন,গাজিপুর খাঁন সরকারী মডেল স্কুল এন্ড কলেজে কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৫৩০ জন, উপস্থিত ৫২৪ জন,গাজিপুর আজিজিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরিক্ষা কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৪৬৮ জন,উপস্থিত পরিক্ষার্থী ৪৫০ জন,অনু উপস্থিত ১৮ জন। পরিক্ষা শেষে একাধিক পরিক্ষার্থী বলেন কয়েক বছর যাবৎ পরিক্ষা বিভিন্ন কারনে স্থগিত হয়েছে, এইতো আমাদের এবারের পরিক্ষা প্রায় অনিশ্চিত ছিল,সারাক্ষণ ভাবনায় থাকতাম কবে পরিক্ষা শুরু হবে আমরা কখন পরিক্ষা দেবো, মহান আল্লাহর রহমতে সকল প্রতিকুলতা পেরিয়ে আজ পরিক্ষা দিতে পেরে আমরা আনন্দিত।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top