সুমন কান্তি দাশ, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাঁশিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অনিমেশ দাশ (৫৫) এর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২১ জুলাই) বাড়ির পানির মোটর এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় অনিমেশ।
এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।
অনিমেশ দাশ ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া হিন্দু পাড়ার প্যারি মোহন দাশের ছেলে ও ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।