মান্ডা-মুগদা ঢাকা ব্লাড গ্রুপ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

received_736350181725561.jpeg

আশরাফুল আলম,স্টাফ রিপোর্টার:-

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৩ ইং উপলক্ষে মান্ডা- মুগদা ব্লাড গ্রুপ এর আয়োজনে ২ য় বছরে শ্রদ্ধেয় মরহুম আসরারুল হক( সানভীর) ভাইয়ের স্মরণ ফ্রি মেডিকেল, ডেন্টাল চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। স্হান :আই সি সি মাঠ, বাসাবো,ঢাকা-১২১৪।১৬ ই ডিসেম্বর সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত। বর্ণ অনেক,ধর্ম অনেক,জাতি অনেক, রক্ত সবার এক এই স্লোগানকে সামনে রেখে এই মেডিকেল ক্যাম্প উদযাপন করা হয়। ১৬ ই ডিসেম্বর সকাল ৯ টা আই সি সি মাঠে, বাসাবো ঢাকা, মান্ডা মুগদা ব্লাড গ্রুপের চেয়ারম্যান এর উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন ওপেন স্কাউট গ্রুপের ৪০ জন সদস্য। এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল সকলের যাতে ফ্রিতে তার ব্লাড গ্রুপ জানতে পারে এবং অতি দরিদ্র মানুষ যাতে ফ্রী তে মেডিকেল সেবা পায়। এই কর্মসূচিতে তিনজন ডাক্তার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনা পারিশ্রমিকে অসহায় মানুষকে সেবা প্রদান করেন। এই মহৎ কাজকে ঢাকার ঐতিহ্যবাহী মুগদা -মান্ডা বাসাবো, মহল্লার বসবাসরত সবাই সাধুবাদ জানায় এবং এলাকাবাসী আরো জানায় এই মহৎ কাজে ভবিষ্যতে তারা এই মুগদা ব্লাড গ্রুপ ফাউন্ডেশন এর পাশে থাকবে সবসময়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top