আইয়ুব আলী, হোমনা:
কুমিল্লার হোমনায় ৮ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে । আজ বৃহস্পতিবার দুপুরে পৌর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেস্ট রুমন দে। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না টাঙানো, খাদ্য অধিদপ্তরের খুচরা ও পাইকারি মজুতদারদের লাইসেন্স না থাকা, ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে যথাক্রমে ৮ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম, খাদ্য নিয়ন্ত্রক আবদুল হাই ও এসআই আশেকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেস্ট রুমন দে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে।