আবদুল হান্নান হীরা :
বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশে অন্যতম ভূমিকা রাখেন পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটস অব বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালক ও বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে ৯৩-বন্ধু আবুল ফয়সাল মোঃ সায়েম মনোনীত হওয়ায় এসএসসি-৯৩ ব্যাচের সংগঠন প্রাণের ৯৩ এ্যাডমিন প্যানেলের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান করা হয়। খুললা ষ্টিমার ঘাটে আবুল ফয়সাল সায়েমের কার্যালয়ে সংগঠনের এ্যাডমিন তৌহিদুর রহমান মিলনের নেতৃত্বে সৌজন্য স্বাক্ষাতে আবুল ফয়সাল মোঃ সায়েম’কে পুষ্পস্তপক প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, ডাঃ কামরুজ্জামান সহ বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবি বন্ধুরা। শুভেচ্ছা জ্ঞাপনকালে বন্ধুরা আবুল ফয়সাল মোঃ সায়েমের উদ্দেশ্যে বলেন ন্যায় নীতির সাথে সংগঠনের দায়িত্ব পালন করে নিজেকে সৎ ও আদর্শের প্রতিক হিসেবে তুলে ধরে ৯৩-বন্ধুদের মুখ উজ্জল করার আহ্বান জানান ও সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।