স্বামীকে নিয়ে মুখ খুললেন মাহি মাহিয়া মাহি

2.jpg

দিনি প্রতিদিন:
কিছুদিন এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি। সেখানে তিনি জানিয়েছিলেন, তারা দুজনই আলাদা থাকছেন। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সারবেন দ্রুতই। এর পর থেকে আর কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মাহিয়া মাহি।

নানা ধরনের আবেগী পোস্ট দিয়েছেন ফেসবুকে। সেখান থেকে অনুমান করা গেছে, খানিকটা খারাপ সময় পার করছেন এই নায়িকা।
তবে তার সাবেক স্বামী রাকিব সরকার কথা বলেছিলেন কালের কণ্ঠের সঙ্গে। তিনি জানিয়েছিলেন, দ্রুতই একটি ভিডিও বার্তা দেবেন।

বিচ্ছেদ সম্পর্কে বিস্তারিত বলবেন। কিন্তু সেই ভিডিও আর দেননি। তিনি ভিডিও না দিলেও গতকাল মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে আরো একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী মাহিয়া মাহি।
সেখানে তিনি রাকিব সরকারকে নিজের জীবনের ‘অতীত’ বলে মন্তব্য করেছেন।

একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমার পেটের মধ্যে যদি বোমাও মারা হয়, মাথায় পিস্তলও ধরা হয়, তাহলে রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না আমি।’
তিনি বলেন, ‘রাকিব সরকার আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। তাকে ভালোবাসছি আমি। অল্প না, অনেক ভালোবাসছি। এ কারণে সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম।

কেন গিয়েছি, কারণ তিনি পছন্দ করতেন না তা। আমাকে তিনি কখনোই বলেননি যে তুমি সিনেমা করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে, তার এটা (সিনেমা) পছন্দ না। এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম আমি।’
মাহিয়া মাহি তার সাবেক এই স্বামীর প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘রাকিব ফেসবুকে কী লিখল না লিখল তা আমার কিছু না। আমি ডোন্ট কেয়ার। আমার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও তার ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। তাকে সম্মান করি এবং মৃত্যু পর্যন্ত থাকবে এটা। ওর কি কোনো নেগেটিভ সাইড নেই? দুজন মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী সমস্যা। তবে বিয়ে হলে বোঝা যায় কার কী সমস্যা।’

এ সময় সাংবাদিক ও ভক্তদের উদ্দেশে এ অভিনেত্রী বলেন, আমার কোনো গান ভালো লাগলে তা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে তা লিখি―সে জন্য আমার মন খারাপ হয়, তা নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের একটি সম্পর্ক থেকে বের হয়ে এসেছি, এ জন্য মন খারাপ। কিন্তু এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে দ্বারে দ্বারে ঘুরতেছি আমি। না, আমার কাউকে লাগবে না। ফারিশ আছে আমার। তাকে নিয়েই ভালো আছি আমি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top