ম্যাচে ফিরছেন তামিম

Screenshot_20230913_175010.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘ব্যাটিং প্র্যাকটিসের জন্য তামিম ম্যাচটা খেলছে না। মূলত পুরো ২০ ওভার ফিল্ডিং করতে ওর সমস্যা হয় কি না, সেটাই আমরা দেখতে চাই।’কোমরের চোট সারিয়ে নেটে ফিরেছেন আগেই। বাকি ছিল ম্যাচ প্রস্তুতি। অভাবিত কিছু না ঘটলে ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে ম্যাচ খেলবেন তামিম ইকবাল। সেখানেই বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলামরা।এশিয়াডের ছায়া দলের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।এশিয়ান গেমসের জন্য ছেলেদের দল এখনো ঘোষণা করেনি বিসিবি। ১৪ সেপ্টেম্বর একটি ৪০ ওভার এবং এরপর টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এশিয়াডের দল বনাম বাংলাদেশ টাইগার্স। টাইগার্স দল এখনো ঘোষিত হয়নি।তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তুতি ম্যাচে মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলামসহ বিশ্বকাপের বিকল্প খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। ‘আমরা দেখতে চাই তারা (বিশ্বকাপের স্ট্যান্ড বাই যাঁরা) এখন কোন অবস্থায় আছে। ৪০ ওভারের ম্যাচটিতে ওটা দেখে নেওয়া হবে।’ অবশ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে আরো বড় সুযোগ পাওয়ার কথা মাহমুদ-তাইজুলদের।
এ মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। এই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডে নিশ্চিত, এমন কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। তাতে আসন্ন সিরিজে রিজার্ভের শক্তি পরখ করার সুযোগটা নিতে চায় টিম ম্যানেজমেন্ট। মাহমুদের সামনে আরো বড় সুযোগ বিশ্বকাপের আপাতবন্ধ দরজা খোলার। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তামিম ইকবালের।
তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেক দিন হলো। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের প্রথম ওয়ানডের পর আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তৎকালীন অধিনায়ক। এরপর সিদ্ধান্ত বদলালেও চোটের কারণে মাঠে ফেরা হয়নি তামিমের। বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘তামিমের খেলার ব্যাপারটি ওর ফিটনেসের ওপর নির্ভর করছে।’ যদিও নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে এশিয়ান গেমসগামী দলের প্রস্তুতি পর্বেই ম্যাচে ফিরবেন তামিম। তবে সেটি ৪০ ওভারের ম্যাচ নয়, টি-টোয়েন্টি দিয়ে। পাঁচ ম্যাচের সেই প্রস্তুতি পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। আর তামিমের খেলার কথা পরের দিনের একটি ম্যাচ। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘ব্যাটিং প্র্যাকটিসের জন্য তামিম ম্যাচটা খেলছে না। মূলত পুরো ২০ ওভার ফিল্ডিং করতে ওর সমস্যা হয় কি না, সেটাই আমরা দেখতে চাই।’ সে কারণেই অনেক আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিমের আন্তর্জাতিক ম্যাচে ফেরার প্রস্তুতি হচ্ছে কুড়ি ওভারের ক্রিকেট দিয়ে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top