স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর সদর মান্দারী ইউনিয়নে মাছ ধরা কে কেন্দ্র করে হামলার দাবি থানায় অভিযোগ দায়ের।
সুস্থ বিচার প্রার্থনা।
লক্ষ্মীপুর সদর উপজেলার
২০সে মার্চ বুধবার সকাল ৯ ঘটিকার সময়
চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে (মনর উদ্দিন হাওলাদার বাড়িতে) পুকুরে ঠেলাজাল
দিয়ে মাছ ধরা কে কেন্দ্র করে, প্রবাসী আবু তাহের পরিবারের উপর হামলা করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত বুধবার সকাল ৯ টা মিনিটের সময় এই ঘটনা ঘটে। প্রবাসী আবু তাহেরের স্ত্রী আয়েশা বেগম বলেন, একই বাড়ির আব্দুল গণি চুট্টি গত ১৫ বছর যাবত একাই পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে, আমাদের জায়গা থাকার
পরও আমাদেরকে পুকুরে নামতে দিচ্ছে না। গতকাল আমি ঠেলা জাল নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আব্দুল গনি চুট্টি মিয়া ও তার ছেলেরা আমাকে অকৈথ্য ভাষায় গালাগালি করে। আমার ছেলে প্রতিবাদ করতে গেলে
আমাকে ও আমার ছেলেকে মারধর করে। এ সময় আমাকে ওদের হাত থেকে চুটাতে গেলে আমার ভাসুরের
বউ রোকেয়া বেগমের মাথায় মারাত্মকভাবে বাড়ি মারে। পরে আমরা তাকে সদর হাসপাতালে ভর্তি করি । আমি এর সুস্থ বিচার দাবি করি। এদিকে মাথায় আঘাত পাওয়া ভুক্তভোগী আনোয়ার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম
বলেন আমি এর সুস্থ বিচার দাবি করি। প্রবাসী আবু তাহেরের ছেলে আজিম বলেন আমার বাবা বিদেশে থাকে এই সুযোগে এরা
আমাদের উপর বারবার হামলা করে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।
এই হামলার বিষয়ে ও থানা অভিযোগের বিষয়ে আব্দুল গনি চুট্টির কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।