মোঃ শহিদুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু।
১২ মে ( শুক্রবার ) আনুমানিক ১২ঃ ৪৫ মিনিটের দিকে দুপুরে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী জিয়া কলোনীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু তিন শিশু কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী জিয়া কলোনীর বাসিন্দা মোঃ সোহেল ফকিরের ছেলে মোঃ রুমান (৭) ও তার মেয়ে মোসাম্মাৎ সারমিন (৫) এবং মোঃ রুবেল ফকিরের মেয়ে মোসাম্মৎ মরিয়ম (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো, অনেক সময় তাদেরকে না দেখে তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলের পুকুরে ভাসমান অবস্থায় ১টি শিশুর লাশ দেখতে পেয়ে, তাকে উদ্ধার করতে গিয়ে অন্য ২টি মৃতদেহ ডুবন্ত অবস্থার পুকুর থেকে উদ্ধার করে। আনুমানিক বেলা ১২ ঃ ৪৫ মিনিটের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।