স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের এ বছর ‘অনন্য মান’ পুরস্কার দেওয়া হয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রকৃতি রায় সাজকে।তিনি উপজেলার মাধবপুর পৌরসভার সুকান্ত রায়ের ছোট মেয়ে। তার মা’র নাম মিলি রায়,তিনিও বাংলাদেশ বেতার, সিলেটের তালিকাভূক্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। সাজের সঙ্গীত শিক্ষক হবিগঞ্জের প্রখ্যাত সঙ্গীত সাধক স্বদেশ দাশ,প্রায় একযুগ ধরে তিনি উনার কাছে রবীন্দ্রসহ অন্যান্য শুদ্ধ সঙ্গীতের তালিম নিচ্ছে। তিনি ঢাকা সিটি কলেজর বানিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্রী।
গত১০মার্চ (রবিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৪২তম অধিবেশন।তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন সন্ধায় অতিথিবৃন্দ তার হাতে এ পুরস্কার তুলে দেন।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপদ্যায়।অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী ভাস্বর বন্দ্যোপদ্যায়।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৪২তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছিল ৮মার্চ।শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। সারা দেশের সাত শর বেশি শিল্পী – কর্মী অংশ নিয়েছিলেন এবারের সম্মেলনে। তিনদিনই ছিল শিল্পীদের পরিবেশনা।