মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম :-
হবিগঞ্জের মাধবপুরে মুর্শিদা নামে এক শিক্ষিকার বেত নিক্ষেপে মেহেদি নামে ৪ বছরের এক শিশু চোখে প্রচন্ড আঘাত পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত মেহেদি উত্তর বানিয়াপাড়া আব্দুল মোতালিবের ৪ বছরের শিশু পুত্র। মেহেদিকে তার স্বজনরা ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদিকে ঢাকায় রেফার করেন। মেহেদী বর্তমানে ঢাকা আগারগাঁওস্থ জাতীয় চক্ষু চিকিৎসা হাসপাতালে চিকিৎসাধীন।মেহেদির পিতা আব্দুল মোতালেব অভিযোগ, বুধবার সকালে মেহেদি বিদ্যালয়ে যায়। বিদ্যালয় আঙ্গিনায় দুষ্টুমি করলে শিশু শ্রেনীর শিক্ষিকা মুর্শিদা বেগম মেহেদিকে বাড়িতে চলে যেতে নির্দেশ করে। মেহেদি বাড়িতে না গিয়ে দুষ্টুমি করায় শিক্ষিকা রেগে একটি বেত নিক্ষেপ করলে মেহেদির চোখে পড়ে। চোখ থেকে রক্ত বের হয়ে জ্ঞান হারিয়ে পেলে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা পারভিন বলেন, মেহেদি বিদ্যালয়ের নিয়মিত কোন ছাত্র নয়। বিদ্যালয়ে এসে খেলাধুলা ও দুষ্টুমি করতে গিয়ে মেহেদি চোখে আঘাত পেয়েছে। মুর্শিদা ম্যাডাম মেহেদিকে কোন আঘাত করেনি বলে ম্যাডাম জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে।বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে জানানো হয়েছে।