রাজধানীর ডেমরাথানাধীন এলাকা থেকে পেটের ভিতরে করে ইয়াবা বহনকালে ১৪১২ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতরে করে ইয়াবা বহনকালে আনুমানিক ৪,২৩,৬০০/- (চার লক্ষ তেইশ হাজার ছয়শত) টাকা মূল্যের ১,৪১২ (এক হাজার চারশত বারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইমান আলী (৩৮) ও ২। মোঃ মোক্তার হোসেন (৩৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।