মো:আব্দুল হামিদ,রিপোর্টার গাজীপুর:-
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে শিশু বিশেষজ্ঞগণ সকাল ৮:৩০ মিনিট হইতে দুপুর বারোটা পর্যন্ত নিরলস ভাবে হাসপাতালে আগত প্রায় ২০০ শত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। যে সমস্ত চিকিৎসকগণ সেবা প্রদান করেন তারা হলেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো:মফিজুল ইসলাম সহযোগী অধ্যাপক ডা.মো:মোরশেদ আলম ও সহকারী রেজিস্টার ডা.আবিদা সুলতানা । চিকিৎসা নিতে আগত শিশুদের একজন অভিভাবক মো : আশিকুর রহমান বলেন আমি ছোট্ট একটা গার্মেন্টস এ চাকরি করি আমার দুই সন্তান নিয়ে বর্তমান বাজারে সমান্য বেতনে সংসার চালানো কষ্টকর তাই তিনি তার সন্তানের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্যাথলজিক্যাল পরীক্ষার উপর বিষের ছাড় পেয়ে খুশি তিনি আরো বলেন কর্তৃপক্ষকে এ ধরনের সেবা প্রদান করায় ধন্যবাদ জানাই।