শ্রীনগর প্রতিনিধি,মোঃশিপু:-
শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৮১ জনের সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়েছে। পুর্ব ঘোষণা অনুসারে বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীনগর চকবাজার এলাকায়
সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড হাই স্কুলে একটি বিশেষজ্ঞ ডাক্তার টীম ওই ৮১ জনের সুন্নতে খাতনা সম্পন্ন করেন। এ সময় সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংকের আহবায়ক মো. শাহে আলম ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, উপকারভোগীদের বিনামূল্যে সুন্নতে খাতনার পাশাপাশি প্রয়োজনীয় ঔষুধ ও নতুন বস্ত্র প্রদান করা হয়। গেল বছরও শতাধিক বালককে বিনামূল্যে সুন্নতে খাতনা করা হয়।