বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি সমাধানের পথে।

received_310420115183500.jpeg

ফরিদ চিশতী :-
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্রিফিং দিলেন
গার্মেন্টস মালিক অভিভাবক সালমান এফ রহমান।এমপি
গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতৃবৃন্দের কর্তৃপক্ষ উভয়ের মধ্যে দাবী দাওয়া নিয়ে সমঝোতা হয় ‘নভেম্বরের মধ্যেই বেতন বৃদ্ধি জানিয়ে দেওয়া হবে ডিসেম্বরে এক তারিখ থেকে কার্যকর জানুয়ারির যে বেতন তুলতে পারবেন যারা গার্মেন্টস জ্বালাওপোড়াও করেছে তাদের বিরোধী হবে একশন। এই বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শ্রমিক ও মালিক পক্ষের মধ্যস্থলীর মাননীয় প্রধানমন্ত্রী শিল্প বাণিজ্য উপদেষ্টার সালমান এফ রহমান সাহেব । তিনি আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিক শিল্পকেন্দ্র জ্বালাওপোড়াও প্রাণ নাশকতা যাতে কোন গার্মেন্টসে আর না হয়। হামিম গ্রুপ। নেক্সটকালেকশনের নির্বাহী ডিরেক্টর এর উপরে অমানসিক নির্যাতন দুঃখজনক বলে এ বিষয়টি উঠে আসে এবং বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুর সহ আশুলিয়া হামিম গ্রুপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বান্দো গ্রুপেও এই ক্ষয়ক্ষতি হয়। নাসা, ডেকো, সেতারা গ্রুপ,টেস্কমেট গ্রুপ, আল মুসলিম গ্রুপ,শারমিন গ্রুপ, মেডলার গ্রুপ, অসংখ্য গার্মেন্টসের খন্ড খন্ড বংশ ক্ষতি হয় মিটিং এ বিষয়গুলো গুরুত্ব ও সহায়তা আলোচনা হয় উভয়পক্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে শ্রমিক মালিক মধ্যে আলোচনীত হয় চিহ্নিত দুষ্কৃত গার্মেন্টসে আগুন দেওয়া ও বহির্গত সন্ত্রাসদের বিরোধী আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top