এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ(প্রতিনিধি):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ রুহুল আমিন (১৮) সাং পেকপাড়া সে তার নামের সাথে মিল থাকায় মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ রুহুল আমিন সাং বাশতলা চৌধুরীপাড়া তার এডমিড দিয়ে প্রতিদিন পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষা দেন।
রবিবার পূর্বের ন্যায় অনুযায়ী কলাউড়া কাঃ ফঃ ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রতে সকাল ১০ ঘটিকা থেকে গনিত পরীক্ষা আরাম্ব হয়।
জানা যায় মোঃ রুহুল আমিন যখন গনিত পরীক্ষা দেওয়ার সময় একপর্যায়ে অত্র কেন্দ্রের অফিস সহকারি সিরাজুল ইসলাম এসে তাকে অফিসে যেতে বলেন। অফিস রুমে আসার পর তার এডমিড কাড চেককরার পর দেখা যায় পরীক্ষার্থী রুহুল আমিনের পিতা ও মাতার নামের সাথে মিল পাওয়া যায় নাই। অতপর কেন্দ্র সচিব ও হল সুপার তাকে বহিষ্কার করেন।
দোয়ারাবাজারের এসিল্যান্ড অফিসার জনাব ফয়সাল আহমদ বলেন
ছাত্র মোঃ রুহুল আমিন ও ইসলামপুর মাদ্রাসার সুপার এটি এম সামছ উদ্দিন উভয়েই অপরাধী এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত তার অসুস্থতার কারণে তাকে অর্থদণ্ড করা হয়েছে।