নিজস্ব সংবাদদাতা:
স্কাউটিং বিষয়ে উচ্চতর গবেষণা সংক্রান্ত কর্মশালা আয়োজন হতে যাচ্ছে। আগামী ২৮ জুন (জুমআ’বার) এ প্রোগ্রাম অনলাইনে অনুষ্ঠিত হবে।
স্কাউটিং গবেষণার বিভিন্ন সম্ভাব্য দিক ও গবেষণা শিরোনাম বিষয়ে প্রধান আলোচক তথ্য উত্থাপন করবেন।
প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী (স্কাউটিং গবেষণার বিভিন্ন ধাপ ও কৌশল নিয়ে) আলোচনায় অংশ নিবেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, (কুষ্টিয়া) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং থিওলজি ফ্যাকাল্টির প্রাক্তন ডিন। বর্তমানে তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর।
প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার (বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এম.ফিল. ও পিএইচ.ডি আবেদনের যোগ্যতা বিষয়ে) তথ্য উত্থাপন করবেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের প্রাক্তন ডিন। বর্তমানে তিনি বোটানি বিভাগের প্রফেসর।
ড. আতিকুল ইসলাম পাঠান (স্কাউটিং গবেষণায় স্কলারশিপ ও অন্যান্য সুবিধা নিয়ে) আলোচনা উত্থাপন করবেন। তিনি নায়েম-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মশালাটি আয়োজন ও সমন্বয়কের দায়িত্বে আছেন (স্কাউটিং বিষয়ক প্রথম ও একমাত্র পিএইচ.ডি. ডিগ্রিধারী) স্কাউটার ড. ঈসা মোহাম্মদ।
ড. ঈসা মোহাম্মদ জানান- কর্মশালাটিতে বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার, জাতীয় উপ-কমিশনার, রোভার অঞ্চলের নেতৃবৃন্দ, ইউজিসি প্রতিনিধিসহ অনেকে উপস্থিত থাকবেন। বাংলাদেশর বিভিন্ন বিভাগ ও জেলা ছাড়াও অন্যান্য দেশ থেকে প্রোগ্রামটিতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেজি. সম্পন্ন করেছেন