আশুলিয়ায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার দোয়া ও মিলাদ।

received_838918274385517.jpeg

বিশেষ প্রতিনিধি:-
২৭-১০ -২৩ – রোজ শুক্রবার দুপুর দুইটার সময়
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সহ সম্পাদকের আশুলিয়া অফিসে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলির সভাপতি জনাব হারুনু অর রশিদ স্যার এর
প্রথম মৃত্যু বার্ষিকী পালন এবং সহ-নির্বাহী সম্পাদক গাজী ওমর ফারুক এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম সভাপতিত্ব করেন পত্রিকার
সহ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ চিশতী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক কে এম হোসেন মোহাম্মদ রিজভী ।ইসলামী আলোচক ইসলামে বিশিষ্ট ব্যক্তি হযরত মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা সাদেক হোসেন, হাফেজ মোস্তফা আজাদ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ বিশিষ্ট আওয়ামী লীগের নেতা আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) সহ-সভাপতি কলিমুদ্দিন পরামানিক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমু ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম সাংবাদিক সোহাগ বিভিন্ন পিন ও ইলেকট্রিক মিডিয়ার আরো অসংখ্য সাংবাদিকগণ এবং দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথি তার নিজ বাস ভবন কুমিল্লাতে পিতার মৃত্যুবার্ষিক পালন করায় অনুষ্ঠানটি অনুপস্থিতি হন অন্যান্য অতিথি বৃন্দ মরহুম ব্যক্তিদের জন্য শোকাহত বক্তব্য রাখেন পত্রিকা দীর্ঘ কামনা করেন সভাপতি এ সময় বলেন সম্পাদক এই পত্রিকাটি যেমনে তিলে তিলে ঘুরেছে তেমনি করে ঘরে ছিল হারুনুর রশিদ ছাড় সকল সম্পাদকদেরকে তার মধ্যে থেকে আমাদের একজন সম্পাদক চলে গেলেন গাজী ওমর ফারুক সহ প্রতিষ্ঠাতার সভাপতি হারুনুর রশিদ স্যার সহ গাজী ওমর ফারুকের জন্য দোয়া চান সকলের কাছে পত্রিকাকে আরও সাফল্য করার জন্য এবং পত্রিকার পরিবার সকলের জন্য দোয়া।চান সেসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন
গরিবের নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতী রহঃ নায়েবে আমির শেখ শাহ্ সুফি হাজী মিজানুর রহমান চিশতির পক্ষ থেকে দ্বীন ইসলামের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ সাহেব সর্বোপরি। উপস্থিতিদের দুপুর ভোজের মধ্যে অনুষ্ঠিত সমাপ্ত হয় ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top